চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেয়ার আহ্বাবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের ১, ৭ ও ৮ নং সার্কেল এর ওয়ার্ড/মহল্লা সমূহের বিপরীতে ‘পি’ ফরমে প্রাপ্ত আপত্তি সমূহ নিস্পত্তির লক্ষ্যে গঠিত রিভিউ বোর্ডের শুনানিতে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরীর সড়ক সংস্কার থেকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া এই রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টা স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়। এজন্য চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেয়ার আহ্বান জানাচ্ছি।
রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রভাবশালীদের কোন চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন আমি তা গ্রাহ্য করব না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোন প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাব। আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।
এরআগে নগরীর পাঁচলাইশ আল রাওয়া ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র। এসময় তিনি বলেন, আজকের শিশুরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকেও ভুমিকা রাখতে হবে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিতের বিষয়ে। কারণ নৈতিক শিক্ষা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে।
স্কুলের প্রিন্সিপাল নিশাত কাদেরী'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ডা. নুরুল আমীন, ডা. মোহাম্মদ আবদুল্লা খান, মো. আবু তাহের, মোসলেম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন