চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুর বাড়ি ভোলা জেলার তজুমুদ্দিন থানার চাচরা এলাকায়। তিনি নগরীর চকাবজার থানার বাদুরতলা হারিশাহ মাজার গেট এলাকার ইউনুছ কলোনিতে থাকেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি মো. মঞ্জু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম