চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে সিএমপি’র আকবর শাহ থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো ইউসুফ, গোলাম রব্বানী ও সুমন। অভিযানে তাদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড গুলি, একটি করে চাইনিজ কুড়াল, ছোরা উদ্ধার করা হয়।
আকবর শাহ থানার ওসি রোজিনা খাতুন বলেন, গোপন সংবাদে জঙ্গল ছলিমপুরের মিরপুর আবাসিক এলাকায় অভিযানে করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত।
বিডি প্রতিদিন/এমএস