গত কয়েক দিনের মতো পহেলা বৈশাখেও রাজধানীর আবহাওয়া গরম থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তির মধ্যেই বাংলা নববর্ষকে বরণ করতে হবে ঢাকাবাসীকে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বুধবার বলেন, “বিরাজমান যে আবহাওয়া, তাতে পহেলা বৈশাখে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।”
এদিকে, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব