পুরনো বছরের জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে রাস্তায় নেমেছিল মানুষের ঢল। লাল-সাদা রঙে মঙ্গল শোভাযাত্রায় সামিল হন বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশুরা। সার্বজনীন এ উৎসবের দিনে সবার মধ্যে ছিল সাম্প্রদায়িকতা, মৌলবাদ রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়।
সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে উঠেছে যান্ত্রিক নগরজীবন। বর্ণিল আনন্দের ঘনঘটায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে এবার উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ, এসো এসো... গানের মধ্যে দিয়ে নগরীর পদ্মাপাড়ের ফুদকিপাড়ার উন্মুুক্ত মঞ্চে শুরু হয় বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান।
সকাল ৮টায় নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা