সাভারে একটি সিএনজি ষ্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেল্টা সিএনজি ফিলিং ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই সিএনজি স্টেশনের অপারেটর শামীম (২৭) ও প্রাইভেটেকারের চালক সজল (২০)।
এ বিষয়ে তিতাসের প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা ডেল্টা সিএনজি ষ্টেশনের গ্যাসের সমস্যা না কি প্রাইভেটকারের সমস্যা তা তদন্ত করা হচ্ছে। চুরি করে গ্যাস বিক্রিয় করছে কি না সেটাও তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ডেল্টা সিএনজি ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে নিহত শামীমের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীর মিয়া।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টায় একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো খ-১১-৪৬০৫) পিছনে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে সেটি একেবারেই দুমড়ে-মুঁচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অপারেটর শামীম নিহত হয়। বিস্ফোরণে সিএনজি স্টেশনটির ক্যাশ কাউন্টারের কাঁচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় বিকট শব্দে এলাকা কেপে ওঠে। শব্দ শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে দেখেন ডেল্টা সিএনজি স্টেশনের অপারেটর শামীমের রক্তমাখা লাশ পড়ে রয়েছে। এ সময় গাড়িটির চালক সজল (২০), দুই যাত্রী নয়ন ও আমানতসাহ এবং পথচারী রজন (২৫) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তাদেরকে প্রথমে গণস্বাস্থ্য হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চালক সজল মারা যায়। নিহত শামীমের বাড়ি আশুলিয়ার নয়ারহাট এলাকায়। সজলের ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়োজিত চিকিৎসক মো. আরিফ জানান, সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহতকে আমরা গুরুতর অবস্থায় পেয়েছি। কিন্তু এদের মধ্যে এক জনের হেড ইঞ্জুরিসহ বাকীদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেযে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ