চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তদন্ত কমিটি অতি ঝুঁকিপূর্ণ তিনটি ভবন চিহ্নিত করেছে। এছাড়া ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে আরো ছয়টি ভবন। ইতোমধ্যে অতি ঝুঁকিপূর্ণ তিন ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিডিএ কর্তৃপক্ষ।
অতি ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়া ভবন তিনটি হল- নিউ মার্কেট এলাকার আলমাস ভবন, ওয়াসা এলাকার একটি ভবন ও চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের আট নম্বর রোডের সিড়ির নিকেতন নামে একটি ভবন।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান পরিকল্পনাবীদ শাহিনুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সনাক্ত করা ভবন গুলোর বাসিন্দাদের ভবন ত্যাগ করার কথা জানানো হয়েছে। এছাড়া এসব ভবনের মালিকদের রবিবার মধ্যে ভবন তৈরী সংক্রান্ত সকল কাগজপত্র সিডিএতে জমা দিতে বলা হয়েছে। পরে বিশেষজ্ঞ দিয়ে ওইসব কাগজপত্র ও হেলে পড়া ভবন সমূহ পরীক্ষা করানো হবে।’
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পে গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার। আনুমানিক স্থায়ীত্বকাল ছিল ১ মিনিটের মতো।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন