চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালুর ড্রেজারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবিতে নিখোঁজ শামসুল আলমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার বিকালে নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শামছুল আলম বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের আমির বেপারীর বাড়ির মৃত সেকান্দর হোসেনের ছেলে। তিনি নগরীর শাহ আমানত সেতু এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নগরীর চাক্তাই থেকে নৌকাযোগে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বোয়ালখালীর চরখিজিরপুর আসার পথে একটি যাত্রীবাহী নৌকাকে বালুর ড্রেজার ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে যায়। এসময় যাত্রীরা নিজের চেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় তীরে উঠে আসলেও মো. শামসুল আলম নামের একযাত্রী উঠে আসতে পারেননি। গত দু’দিন ধরে খোঁজাখুজির পর আজ শুক্রবার ৪টার দিকে নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় কর্ণফুলীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে নিহতের পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা এটি শামসুল আলমের লাশ বলে নিশ্চিত করে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব