চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় রাহুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
খুলশি থানা সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বিএনপি কামাল ওরফে কিলার কামাল নামে এক সন্ত্রাসী ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছে। কিলার কামাল দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসে। তাকে গ্রেফতারে জন্য এক বছর ধরে খুঁজছে পুলিশ।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, লালখান বাজারের ডেবার পাড়ের কামাল গ্রুপের সঙ্গে গরীব উল্লাহ শাহর এলাকার সোহাগের গ্রুপের বিরোধ আছে। শুক্রবার দুপুরে সোহাগ গ্রুপের রাহুল জুম্মার নামাজ পড়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। এসময় ডেবার পাড়ের অদূরে কামাল ও তার ৫/৬ জন সহযোগী রাহুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব