বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
কর্নেল অলি সাবেক এই জাতীয় নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, হান্নান শাহ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে সিঙ্গাপুর সময় ভোর ৫টা ৫ মিনিটে ইন্তেকাল করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন