চট্টগ্রামের একটি বাস্তুহারা বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেলসহ বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে একটি বন্দুক, ১৬ টি রকেট প্লেয়ার ও কিছু দেশীয় ধারালো অস্ত্র।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, অভিযান চালিয়ে দুটি ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই দুই ঘরের মালিককে আটক করা হয়েছে। ধারণা করছি জঙ্গিরা অভিযানের বিষয়টি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে যায়।’
তিনি আরো বলেন, বিভিন্ন সময় জঙ্গিদের কাছ থেকেই একে-২২ এর মতো অস্ত্র পাওয়া গেছে। কোন সাধারণ সন্ত্রাসী গ্রুপ এ ধরণে ভারি অস্ত্র ব্যবহার খুব একটা করে না। শহীদ হামজা বিগ্রেড বা জেএমবি সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠি এ ধরণের ভারি অস্ত্র ব্যবহার করে। পুরো বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত।
বিডি-প্রতিদিন/এ মজুমদার