পুরান ঢাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু সানজিদা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে পাঁচ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিল।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সকাল ৮টার দিকে দুই বছর বয়সী সানজিদার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদার বাবা রেজাউল করিম, মা রানী ও বোন আনিকা একই হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির একটি টিনশেড বাড়ির কক্ষে আগুন লাগলে একই পরিবারের চারজন দগ্ধ হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন