শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ তাঁতীলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রেলপথমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশ ও মানুষের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। দেশের সার্বিক উন্নয়নে তার যে অবদান তা বলে শেষ করা যাবে না। জঙ্গিবাদে নির্মূলে তিনি বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে আছেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ তিনি যে আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পয়েছেন সেটাই প্রমাণ করে বিশ্বে তার অবস্থান কী।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে তাঁতীলীগের আহবায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম এ আজীজ।
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন