বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভাপতি এবং সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার মহিলা দলের কমিটিও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন মঙ্গলবার দুপুরে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
এদিকে, ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে পেয়ারা মোস্তফাকে সভাপতি এবং আমেনা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি এবং রোকেয়া বেগম তামান্না ও রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটিতে রাজিয়া আলিমকে সভাপতি এবং শামসুন নাহার বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব