দুর্ব্যবহারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষক পাকনেহাদ বানুর কক্ষে মঙ্গলবার দুপুরে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা।
হল সূত্রে জানা যায়, আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করার অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা ওই শিক্ষকের পদত্যাগও দাবি করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় তিনি শুধরে যাবেন।
কিন্তু ওই শিক্ষক বিভিন্ন সময়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। আগের ঘটনার জেরেই পাক নেহাদবানুকে তার কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। পরে সহকারি প্রক্টর মো. রোকনুজ্জামান হলের শিক্ষার্থীদের আশ্বস্ত করে তালা খোলেন।
রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেন, ওই হলের শিক্ষার্থীরা হলের অব্যবস্থাপনা এবং এক কর্মকর্তার খারাপ ব্যবহারসহ বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন। আমি ভেবেছিলাম হলের শিক্ষকরা সুধরে যাবেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখন নতুন করে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা