পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় সমন্বিত উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। কাউকে বাদ দিয়ে নয়, বরং সকলকে নিয়েই অগ্রগতির মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।
আজ রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে বিসিএস ইকনমিক ট্রেনিং একাডেমির প্রথম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য়।
তিনি বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং দারিদ্র্য বিমোচনে সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আরো আন্তরিক হতে হবে।
পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড, শামসুল আলম বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম