রংপুরে এক যুগ আগে নিজের শিশু সন্তানকে গলা টিপে হত্যার দায়ে মায়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাহেলা খাতুন(৩০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে রাহেলা খাতুন তার এক বছর বয়সী মেয়ে লাকী বেগমকে নিয়ে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে তার বাবার বাড়িতে চলে যান। ওই রাতেই শিশু সন্তান লাকীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন রাহেলা। দীর্ঘদিন শিশু লাকীর সন্ধান না পাওয়ায় তার বাবা লাবলু মিয়া একই বছরের ১ অক্টোবর রাহেলাকে আসামি করে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর পুলিশ রাহেলাকে গ্রেফতার করলে তিনি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পুলিশ ২ অক্টোবর রাহেলার বাবার বাড়ির পাশের পুকুর থেকে শিশু লাকীর লাশ উদ্ধার করে।
তদন্ত শেষে একই বছরের ১৯ অক্টোবর গঙ্গাচড়া থানার তৎকালীণ এসআই রেজাউল ইসলাম আসামি রাহেলার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব