আগ্নেয়াস্ত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ বুধবার ওই মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক সফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ মনির বেন আলী এবং আনিসুল ইসলাম তালুকদার।
ঢাকা মহানগরের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। তাদের জামিন চেয়ে আদালতে আবেদনও করা হয়নি।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯টি বিদেশি পিস্তলসহ জার্মান নাগরিক মোহাম্মদ মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারকে আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম