বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আর কতদিন এভাবে চক্রাকারে হত্যা হতেই থাকবে? আর কতদিন আমাদের বিচার দাবিতে এভাবে রাস্তায় এসে দাঁড়াতে হবে। আমরা এ প্রশ্নের জবাব চাই। ‘মৃত্যু, মানববন্ধন, সমাবেশ, বিচারের দীর্ঘসূত্রিতা, আবার আরেকটি হত্যা। আবার বিচার দাবিতে আন্দোলন। এই দৃশ্য আমরা আর দেখতে চাই না।’
শিক্ষক আকতার জাহান ও শিক্ষার্থী লিপুসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শিক্ষার্থী সমাবেশে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে এসব কথা বলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থী সমাবেশে বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, যেখানে শিক্ষার্থী লাশ হয়ে ড্রেনের পচা পানিতে পড়ে থাকে, শিক্ষক রাস্তায় উপুড় বা চিত হয়ে পড়ে থাকে, আবার একজন শিক্ষক তিনদিন ধরে রুমের মধ্যে লাশের গায়ে পিঁপড়া উঠে যায় আমরা সে বিশ্ববিদ্যালয়ে থাকি। আমরা চাই ক্যাম্পাস সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের জন্য নিরাপদ হয়ে উঠুক। সঙ্গে সঙ্গে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম ও ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ বিপুল কুমার বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে বিভাগের সামনে আসে। সেখান থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিক্ষার্থী সমাবেশে মিলিত হয়। সেখানে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি জানিয়ে সমাবেশে অংশগ্রহণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, নাট্যকলা বিভাগ ও ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঝিনাইদহ জেলা সমিতি, হরিনাকুণ্ডু উপজেলা সমিতি ও কুষ্টিয়া জেলা সমিতির বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।