জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, অনলাইন ফাইলিং পদ্ধতি চালু করা হয়েছে। আগামীতে ডিজিটাল আয়কর মেলার আয়োজন করা হবে। মেলায় অনলাইনে আয়কর ও ভ্যাট দেওয়ার বিষয়ে জানানো হবে। এতে করে ঘরে বসে আয়কর ও ভ্যাট প্রদান করতে পারবেন। তাছাড়া নাগরিকদের করদানে উৎসাহিত করতে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠান গড়ার চেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিইজি কনভেনশন হলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত মেলা পরিদর্শনে এসে একথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
চট্টগ্রামে মেলার তৃতীয় দিনে ৩৮ হাজার ৬৮৯ জন করদাতা সেবা নিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতারা মেলায় তাদের ২০১৬-২০১৭ সালের রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া আয়কর জমা সংক্রান্ত সব ধরনের সেবাও নিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পে অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ড গতিশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন