আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন সরকারকে অস্থিতীশীল করতে বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে মদদ দিচ্ছেন। উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধা দেয়ার চেষ্টা করছে জঙ্গিবাদ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। কিন্তু শুধু প্রশাসনের জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। সমাজের সংস্কৃতি ব্যক্তি, কর্মীদের এগিয়ে আসতে হবে। আজ বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তির সংগ্রাম নাট্য কর্মশালার সাতদিন ব্যাপী কর্মসূচির সমাপনি দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় এনামুল হক শামীম বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদের ঘাটি বানাতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াত নির্বাচন করতে ব্যর্থ হয়ে জনবিচ্ছন্ন হয়ে পড়েছে। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়। সে জন্য ষড়যন্ত্র করছে। প্রোট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে যখন সরকার হঠাতে ব্যর্থ হলো তখন আবার জঙ্গিবাদকে মদদ দিচ্ছে। তাদের মদদেই জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদের কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদ-সন্ত্রাসের ঠাই হবে না। এ জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার করবে।
জঙ্গিবাদ দমনে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন জানিয়ে জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক রয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। জঙ্গিরা ধরাও পড়ছে। শুধু প্রশাসন দিয়ে জঙ্গিবাদ দমন হবে না। এ জন্য প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। এ জন্য শিল্পী সমাজের ভুমিকা রাখতে হবে। নাটক-সিনেমা-গানের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, অন্যান্যার প্রধান নির্বাহী তাসলিমা, নাট্য ব্যক্তিত্ব সারাহ জাকের, ডা. নুজহাত প্রমুখ।
অনুষ্ঠানে রাজনীতিতে এনামুল হক শামীম, প্রথম নারী মেয়র হিসেবে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সঙ্গীতে আতাউর রহমান, এন্ডু কিশোর, নাটকে মিশুক মুনির (মরোনত্তর), আবৃত্তিকার হাসান আরেফিনসহ বেশ কয়েকজন ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল