রাজধানীর মালিবাগে যাত্রীবাহী দুইটি বাসের প্রতিযোগিতায় জয়দেব (২৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী দু’টি বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময় মাঝখানে চাপা পরে গুরুতর আহত হন ওই যুবক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা ছবির পেছনে নাম লিখা দেখে জানা যায় তার নাম ‘জয়দেব’। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব