রাজশাহীর দুর্গাপুর উপজেলার বদোপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সরগাছি কালভাটের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম।
নিহতদের মধ্যে ডাবলু হোসেন (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে।
ওসি রুহুল আলম জানান, অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে তাহেরপুর হাটে যাচ্ছিলেন ডাবলু। পথিমধ্যে ভ্যানটি সরগাছি কালভাটের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ডাবলু ও অপর নারী যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে তাহেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ডাবলুকে পুঠিয়া স্বাস্থ্যকেন্দ্রে ও অজ্ঞাত পরিচয় নারীকে রামেক হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব