মিয়ানমারে রাখাইন প্রদেশে হত্যা-নির্যাতনের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বেড়ে যাওয়াকে দেশটির পরোক্ষ আক্রমণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘ইট ইজ অ্যান অ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ।’
মিয়ানমার সরকারের এমন আচরণের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, তা বিশ্বকে ভেবে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার, আমরা করছি। তাদের আশ্রয় দিচ্ছি, তাদের জন্য মায়ানমারে আলাদা জোন সৃষ্টি করার দাবিও তুলছি।’
এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন