রাষ্ট্রদ্রোহসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার হাজিরার দিন ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান ১৫ অক্টোবর হাজিরার জন্য নতুন দিন ধার্য করেন।
মঙ্গলবার খালেদা জিয়ার হাজিরা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন।
খালেদার বিরুদ্ধে ১১ মামলা হচ্ছে - দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন