মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে আহত আরও চার রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাদেরকে চমেক জরুরি বিভাগে আনা হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশের ‘মেডিক্যাল ওয়ান’ টিমের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আকিয়াবের মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদের (১৬) ডান হাঁটুতে, কুল্লং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহর (২৮) বাম হাঁটুতে, সোহাগপাড়ার নুরু হোসেনের ছেলে মো. তাহেরের (২১) বাম উরুতে এবং নবী হোসেনের ছেলে আবদুল করিমের (১৯) বাম পায়ের পাতায় গুলি লেগেছে। তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় স্থলমাইন বিস্ফোরণে আহত দুই জনসহ পাঁচ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ