হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আটক সেই ভারতীয় নাগরিকের নাম রমজান আলী(৪৭)।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। রমজান পেশায় একজন মাংস ব্যবসায়ী। গত ৯ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রমজানের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা। রমজান আলীকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৩ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর