পাঁচ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজশাহী। বিশেষ করে আম ও লিচুসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল থেকে গাছপালা ভেঙে পড়া এবং কাঁচা ঘর-বাড়ির টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সোমবার সকাল সোয়া ৮টা থেকে শুরু হয় কালবৈশাখী। ঝড় পাঁচ মিনিট স্থায়ীত্বের এই ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ নটিকেল মাইল। এরইমধ্যে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি পরিমাপক যন্ত্রে জমা হয় ৬১ মিলিমিটার।
কালবৈশাখী শুরুর পর গোটা মহানগরী বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া কালবৈশাখীর তাণ্ডবের পর ভারী বর্ষণে মহানগরীর বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষকে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর