রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন মো. হেদায়েত উল্লাহ (২৬), ও মো. হাবিব উল্লাহ (২৬)। দু'জনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল। তিনি বলেন, তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে।
কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার তুলাগাও গ্রামের আব্দুর রব খানের ছেলে হেদায়েত মগবাজার এলাকায় থাকতেন। ২ বোন ৩ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। আর হাবিব উল্লাহ গাজীপুর জেলার কাপাশিয়ার মো. ফজলুল হকের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে এসআই অনয় চন্দ্র পাল বলেন, তারা দুজনই ইঞ্জিনিয়ার এবং বন্ধু। হেদায়েত হাতিরঝিলে " মরিয়ম গ্রূপের" হলিডে ইন ঢাকা নামে নির্মাণাধীন প্রজেক্টে চাকরি করেন। আর হাবিব উল্লাহ চাকরির সন্ধান করছিলেন। মোটরসাইকেলটি তাদের ছিল না। এক আত্মীয়ের থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডের উপর তুলে দিয়ে বেশ কয়েকটি গাছের সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব