কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার নগরীর ফৌজদারী মোড় ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন এমদাদ (২৯), মেহেদী মিরাজ (১৯), জাহাঙ্গীর আলম (৫৫), তৌহিদ (৪০), শাহীন মিয়া (২২), আঃ মজিদ (৪৭), আনোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেন (৩৮), বাচ্চু মিয়া (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৮)।
ওসি জানান, মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলের নামে তাদের বিশৃঙ্খলা ও নাশতকতার প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব