কুমিল্লার মেঘনা উপজেলায় লুটেরচর এলাকায় সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ লাশটি ডাকাতি মামলার আসামি জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবকের।
মঙ্গলবার মেঘনা থানার ওসি এ.এস.এম সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জাহাঙ্গীর উপজেলায় লুটেরচর ইউনিয়নের বড়বায় পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
এর আগে, সোমবার লুটেরচর গ্রামের সংযোগ সড়কের একটি সেতুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় কাদাযুক্ত পানিতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। লুটেরচর ইউনিয়নের বড়বায় পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোন ক্লু পাওয়া যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বুকের ডান পাশে, ডান হাতের কব্জি ও বাম পায়ে ৩টি গুলির চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব