র্যালি-আলোচনা সভা, শ্রমিক সমাবেশ এবং দোয়া অনুষ্ঠানসহ নানা আয়োজনে বরিশালে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় শ্রম অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এদিকে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়েল সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগ এবং বেলা ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিক দল পৃথক শ্রমিক সমাবেশ করে। মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে শ্রমিক লীগের সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপিসহ অন্যান্যরা।
অপরদিকে, জেলা শ্রমিক দলের সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন এবং মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যান্যরা। সমাবেশ শেষে শ্রমিক লীগ এবং শ্রমিক দলের ব্যানারে পৃথক বিশাল বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সকাল ১০টায় নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ, হোটেল কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক র্যালি, আলোচনা সভা এবং সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করে।
দিবসটি উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার জন্য সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব