পুরান ঢাকার বংশাল এলাকা থেকে ইয়াবাসহ পারুল (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আজ ওই এলাকার ওমরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় বংশাল থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পারুলকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার