গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার সুরাবাড়ি রাইচমিল, সারদাগঞ্জ মনি ফ্যাশন, লতিফপুর প্রাইমারী স্কুল, হালিম মার্কেট, ফরচুন প্লাজা, জিরানি বাজার, বারেন্ডা মোল্যা ব্রিকস্ ফিল্ড, সাকের লেন পাড়া এলাকায় তিনি প্রচারণা চালান।
এসময় তাঁর সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন সমন্বয় কমিটির আহবায়ক একেএম ফজলুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আক্কাছ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, আকবর মাষ্টার, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ প্রমুখ।
পূবাইল মীরের বাজার এলাকায় প্রচার কাজ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন। তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল হামিদ খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক নগরীর ২৯ নং ওয়ার্ডের হাজীবাগ, আদাবৈ, তরতপাড়া, ভোড়া এলাকায় প্রচার কাজ চালান। তাঁর সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, শাহ শহীদ সারোয়ার, আমিনুল ইসলাম মহসীন, যুবদল নেতা আনোয়ার হোসেন লাল্টু প্রমুখ ।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল