ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের উপর ট্রাকের ধাক্কায় এক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে সিএনজিতে কেরানীগঞ্জের মিরেরবাগ থেকে জুরাইন যাওয়ার সময় পোস্তগোলা ব্রিজের উপর ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. হালিম (৪০) ও লাকী অাক্তার (৩২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
অাহত হালিমের ডান পা ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এজন্য তাকে দ্রুত রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অাহত দম্পতি জুরাইনে লাকীর বাবার বাড়িতে যাচ্ছিলেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়। হালিম পেইন্টিংয়ের ব্যবসা করতেন।
ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, অাহত হালিমের পায়ের অবস্থা গুরুতর। তাই তাকে এখান থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে অাটক করা হয়েছে কিনা জানতে পারিনি।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল