ভোটের ফলাফল নিয়ে কোনো ধরনের কারচুপি করা হলে গাজীপুরের জনগণ রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
তিনি বলেন, জনগণ ভোট দিতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
বুধবার নগরীর চান্দনা কলেজপাড়া এলাকায় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শওকত মাহমুদ আরও বলেন, যদি ভোট দিতে বাধা দেয়া হয়, কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে তবে এর জন্য প্রশাসন ও সরকারি দল দায়ী হবে। এবারের সিটি নির্বাচনে গাজীপুরের মানুষ ভোট বিপ্লবের জন্য মুখিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৮/মাহবুব