ইসির একতরফাভাবে তফসিল ঘোষণা কোন দলই মেনে নেবে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশনও তাই করছে। নির্বাচন কমিশনের নিজস্ব চিন্তা-ভাবনা, নীতি ও নিয়ম রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি সে নিয়ম মানছে না। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আসা দরকার। এ বিষয়ে দলগুলোর সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশনের (ইসি) একতরফাভাবে তফসিল ঘোষণা কোন দলই মেনে নেবে না।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, তাদের জনগণের কাছে যাওয়ার জায়গা নেই। তারা নিশ্চিত বিরোধী দল নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে সে জন্য একতরফা নির্বাচনের জন্যই এ কমিশন গঠন করেছে। যাতে তাদের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে পারে। কিন্তু এটি কখনও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
এসময় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার