একদিন আগেই পালিত হয়েছে মে দিবস। তারপর রাত জেগে শবে বরাতের নামাজ। মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের জন্য বুধবার রোজা রেখেছেন অনেকে। সরকারি ছুটির পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়াও বিরাজ করেছ।
তবে এতসব উপলক্ষ বাধা হতে পারেনি খুলনা সিটি নির্বাচনী প্রচারণায়। বরং ছুটির দিনে চাকরীজীবি ভোটারদের বাড়িতে পাওয়া যাবে এ কারণে বাড়তি উৎসাহ নিয়েই প্রচারণায় নামের প্রার্থীরা। আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক আজ সকাল থেকেই নগরীর ১৪নং ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত ছিলেন। তিনি সকাল ৯টায় রায়েরমহল বড় মসজিদ রোডসহ আশেপাশের এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। বিকালে তিনি ১৪নং ওয়ার্ডের অবশিষ্ট অংশ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় পথসভায় তালুকদার আব্দুল খালেক বলেন, নারীদের জীবনমান উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে বিশেষ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, রায়ের মহল এলাকায় খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। এজন্য আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি আহ্বান জানান।
এসময় মেয়র প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মনি, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোশাররফ হোসেন, রায়ের মহল (অনার্স) কলেজের অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহআলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনায়েত আলী আলো কাজী।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী সকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এক পসলা বৃষ্টির পর তিনি বিকালে ৯নং ওয়ার্ডের বাস্তুহারা কলোনী, উত্তর মুজগুন্নি ও বৈকালী বাজার এলাকায় গণসংযোগ করেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ১১নং ওয়ার্ডের প্লাটিনাম কলোনী, পিপলস পাঁচতলা কলোনী, তৈয়বা কলোনী, খালিশপুর নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন।
পথসভায় নজরুল ইসলাম মঞ্জু আবারো গ্রীন-ক্লিন খুলনা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই শহরের সকল শ্রেণী পেশার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে আমি পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের রায়ে মেয়র নির্বাচিত হলে মহানগরী খুলনা হবে সব ধরনের নাগরিক সুবিধা নিয়ে বাসযোগ্য সবুজ নগরী।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি শাহাদাত হোসেন, বিজেপি সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোল্লা আবুল কাশেম, এ্যাড. বজলুর রহমান, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম।
প্রচারণায় কেন্দ্রিয় নেতারা :
বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার কেসিসি নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন। তিনি বলেন, খুলনা সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিজয় খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, কামরুজ্জামান টুকু, সরফরাজ হিরো।
বিডি প্রতিদিন/২ মে ২০১৮/হিমেল