সরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। তবে একে নির্বাচনী সভা দাবি করে বিএনপির পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নগরীর আইইবি সেন্টার খালিশপুরে এ সভার আয়োজন করা হয়। বিএনপি দাবি করেছে, আচরণবিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। কিন্তু সরকারি দলের প্রার্থীর পক্ষে খুলনায় প্রকৌশলী, চিকিৎসক ও শিক্ষকদের নিয়ে বিভিন্ন সময়ে নির্বাচনী সভা করা হয়েছে।
বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ওই বৈঠকে যারা সরাসরি নৌকার পক্ষে বক্তৃতা করেছেন তাদের দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করা হলে নিরপেক্ষতা ভঙ্গ হবে। তিনি এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে বিএনপির অভিযোগের পর ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান। তিনি বলেন, এতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী উপস্থিত থাকলেও এটি প্রকৌশলী ও কর্মকর্তাদের একটা ঘরোয়া অনুষ্ঠান। এখানে কোন দলীয় ব্যানার ছিল না। তারপরও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিএনপি নেতার বাড়িতে পুলিশী অভিযান:
খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচন উপকরণ সরবরাহ কমিটির দায়িত্ব পালনরত আবু হোসেন বাবুর বাড়িতে রূপসা থানা পুলিশ অভিযান চালিয়েছে। বিএনপি নেতারা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ও ডিবির কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশ অভিযানের সময় বেশ কিছু নির্বাচনী উপকরণও নষ্ট করে। এ বিষয়ে বুধবার বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এসএম শফিকুল আলম মনা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৮/হিমেল