মৌসুমী ঝড়ের কারণে প্রায় চার ঘণ্টা পর ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়া অধিদফতরের ২ নম্বর সতর্ক সংকেত বিবেচনায় নিয়ে দুপুরের পর থেকে এ বন্দরের নৌযান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির বলেন, আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যে ঝড়টি ঢাকা বা আশেপাশের অঞ্চলে ছিল, তা এখন বরিশাল ও দক্ষিণাঞ্চলের দিকে সরে গেছে। এদিকটায় এখন বৃষ্টি বা ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই। সে কারণে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এমুহূর্তে কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে না।
ঝড়ো আবহাওয়া ও হালকা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন