রাজধানীর কুড়িলে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আরেক বন্ধু আহত হয়েছেন। নিহতের নাম আশরাফুল আলম জিহাদ (১৮)।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার জামিলা গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে জিহাদ। সে বর্তমানে রাজধানীর জোয়ার সাহারা বাজারের পাশে বসবাস করতেন। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিহতের বাবা সাংবাদিকদের জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে জিহাদকে বাসার সামনে থেকে কুড়িল চৌরাস্তায় ডেকে নিয়ে যায় স্থানীয় হৃদয় ও বিপ্লব। সে সময় হৃয়াদ নামে আরও একজন তার সাথে যায়। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক হয় এবং তারা কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে জিহাদকে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরও জানান, জিহাদ তাদের কাছ থেকে আড়াই শত টাকা পেত, এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। বাবার ধারণা, ঐ টাকা চাওয়ার কারনেই এই হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপেরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ