আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এই দুটি সিটিতে কাজ করতে গিয়ে তা দেখতে পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব করেন।
এ সময় দুই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখার দাবি জানান সুজন সম্পাদক।
হলফনামায় তথ্য গোপন করা ফৌজদারি অপরাধ উল্লেখ করে তিনি বলেন, কেউ এই অপরাধ করলে ইসি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারেন। ইসি এ অস্ত্র ব্যবহার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৮/মাহবুব