রাজধানীর আরামবাগে পিকআপের ধাক্কায় শাওন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরামবাগ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৮/এনায়েত করিম