যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় রাস্তায় থেমে থাকা একটি ক্র্যানের (গাড়ি বহনকারী) সঙ্গে একটি লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লেগুনার ১৩ যাত্রী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করান।
আহতরা হলেন- মামুন, রহিম, জসিম, ফারুক, কাসেম, ইব্রাহীম, রিয়াজ, আক্তার, মহসিন, সুমন, হুমায়ুন, আতিকুর ও অজ্ঞাতপরিচয় একজন। এদের সবার বয়সই ৩০-৪০ এর মধ্যে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আহত ১৩ জনের মধ্যে দুইজনের (মামুন ও অজ্ঞাতপরিচয়) অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া বাকি সবাই শঙ্কামুক্ত বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ