প্রাণি বিনিময়ের অংশ হিসেবে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় চারটি আফ্রিকান সিংহ এসেছে। এর মধ্যে দুটি পুরুষ ও দুটি নারী সিংহ রয়েছে। বুধবার সিংহগুলোকে চিড়িয়াখানায় আনা হয়। এদিকে বিনিময়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষও সাফারি পার্ক কর্তৃপক্ষকে দুটি জলহস্তি উপহার দিয়েছে।
জানা গেছে, বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় তিনটি ভারতীয় ও দুটি আফ্রিকান সিংহ রয়েছে। এর মধ্যে ৩টি সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ফলে সংখ্যায় ৫টি থাকলেও দুটি ছাড়া বাকি তিনটির মধ্যে সিংহসুলভ আচরণ ছিল না। নতুন চারটি যুক্ত হওয়ায় এখন মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি।
মিরপুর জাতীয় চিড়িয়াখানা সূত্রে জানা যায়, একই প্রজাতির সিংহের মধ্যে আন্তঃপ্রজনন হলে সেক্ষেত্রে প্রসবকৃত সিংহের গুণগত মান অর্থাৎ সিংহের শক্তি ও তেজস্বীভাব বহুলাংশে হ্রাস পায়। বঙ্গবন্ধু সাফারি পার্কে বেশ কিছু একই প্রজাতির সিংহ থাকায় সাফারি পার্ক কর্তৃপক্ষ চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চারটি সিংহ উপহার দেয়।
বিডি প্রতিদিন/৫ মে ২০১৮/হিমেল