রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
নিহতরা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত।
রবিবার দুপুরে রেডিসন হোটেলের সামনের সড়কে জাবালে নুর পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদের উপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সড়ক অবরোধ করে বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেডিসন হোটেলের সামনে দুই বাসের রেষারেষিতে এ ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন