রাজধানীর বনানীতে ট্রেনে কাটা কাটা পড়ে অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরের দিকে স্টাফ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই যুবকের পরনে সাদা-কালো রঙের চেকশার্ট ও কালো ট্রাউজার ছিল জানিয়ে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার