রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তঁরায় জঙ্গি হামলা মামলাটি সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালে পৌঁছেছে। এরআগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হকিম (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরো মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের ৫ম তলায় অবস্থিত সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পেশকার আতাউর রহমান লিটন জানান, নিয়মানুযায়ী আগামীকাল চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, আট আসামির মধ্যে ছয়জন কারাগারে আছেন। বাকি দুজন পলাতক। কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর। পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানা জরির আবেদন করা হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অবসান ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার