রাজধানীর বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এর আগে, রবিবার দুপুরে রেডিসন হোটেলের সামনের সড়কে জাবালে নুর পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদের উপরে উঠে গেলে দুই শিক্ষার্থী নিহত হন। এরা হলেন- উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী দিয়া আখতার মিম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম। আহত হন ১৪ জন।
এ ঘটনায় সড়ক অবরোধ করে বাস ভাংচুর করেছিল বিক্ষুব্ধ জনতা।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৮/ ওয়াসিফ