বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এসময় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর সড়ক।
বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। তবে অধিকাংশ শিক্ষার্থীর ফেস্টুনে লেখা ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বিমানবন্দর সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গতকাল কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত